দেশ

মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় থেকে নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি তালিবানের

জঙ্গিনেতা দেশের প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আবার মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় রয়েছেন। এই সমস্ত লোকেরা দেশ চালাচ্ছে, তাই আফগানিস্তানের নতুন তালিবান সরকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় হাক্কানি নেটওয়ার্ক-এর প্রধান যিনি আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে আমেরিকার চিন্তা গোটা বিশ্বে ফের মদত পাবে জঙ্গিরা। মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় থেকে থেকে নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে এবার আমেরিকাকে সরাসরি হুমকি দিল তালিবানরা। এদিন তালিবান মুখপাত্র জানিয়েছেন আমেরিকা হাক্কানি নেটওয়ার্কের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা অবৈধ। এটা দোহা চুক্তির পরিপন্থী, তাই আমেরিকার এখনই শুধরে যাওয়া উচিত, নইলে পস্তাতে হতে পারে। তালিবানদের সরকার গঠনের পড়েই এই হুমকি নিয়ে চিন্তায় আমেরিকা। তালিবানরা জানিয়েছেন হাক্কানি নেটওয়ার্ক ইসলামিক এমিরেটস অর্থাত্‍ আফগানিস্তানের নতুন সরকারের অংশ। সেটা নিয়ে কোনও দ্বিধা নেই, দোহা চুক্তি অনুযায়ী ইসলামিক এমিরেটস-এর চুক্তিতে থাকা সমস্ত সদস্যদের দ্রুত কালো তালিকা থেকে নাম সরিয়ে দিতে হবে ও নিষেধাজ্ঞা তুলতে হবে। রাষ্ট্রপুঞ্জ ও আমেরিকার কাছে এটা আমাদের দীর্ঘদিনের আর্জি। তাই প্রচ্ছন্ন হুমকির সুরেই তালিবানরা জানিয়েছেন আমেরিকা কিংবা বাকি দেশ যারা এই সরকারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বা সন্দেহ দেখিয়েছে তাঁদের এখনই মনোভাব বদলানোর দরকার। কিছুদিন আগেই আমেরিকার তরফে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির নামে ১০ ডলার বাউন্টি রাখা হয়। আর তাতেই ক্ষিপ্ত হয়েছে তালিবানরা।