দেশ

ইডির হাতে গ্রেফতার হওয়া তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রীকে বরখাস্ত করলেন রাজ্যপাল

 তামিলনাডুর ডিএমকে সরকারের সঙ্গে রাজ্যপাল আর এন রবির সঙ্ঘাত চরমে পৌঁছল। বৃহস্পতিবার আচমকাই ইডির হাতে গ্রেফতার তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী সেন্থিল বালাজিকে মন্ত্রিসভা থেকলে বরখাস্ত করেছেন রাজ্যপাল। রাজভবনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ১৬৪ ধারা মেনেই দুর্নীতির দায়ে ধৃত মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যপালের সিদ্ধান্তকে ‘বেআইনি ও সংবিধানের হত্যা’ বলে আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পরিবহণ মন্ত্রী থাকাকালীন অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে গত ১৪ জুন তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল বালাজির বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা তল্লাশির পরে গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় প্রথমে এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বালাজিকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তামিলনাডুর বিদ্যু‍ৎ মন্ত্রীকে। গত সপ্তাহেই ওই হাসপাতালে অসুস্থ বালাজির বাইপাস সার্জারি হয়। গ্রেফতারের পরেই সেন্থিল বালাজিকে দফতরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রেখে দেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর গ্রেফতার হওয়া মন্ত্রীর হাতে থাকা দফতরগুলির দায়িত্ব দুই মন্ত্রীর হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত নেন। রাজ্যপালের কাছে এ সংক্রান্ত ফাইলও পাঠানো হয়। যদিও সেই ফাইল ফেরত পাঠান আর এন রবি। পরে মন্ত্রিসভার বৈঠক ডেকে ফের একই সুপারিশ পাঠানো হয় রাজ্যপালের কাছে। সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন তামিলনাডুর রাজ্যপাল। কিন্তু ওই অপমান হজম করতে পারেননি ‘বিজেপি এজেন্ট’ হিসেবে অভিযুক্ত আর এন রবি। অপমানের বদলা নিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই গ্রেফতার হওয়া মন্ত্রীকে বরখাস্ত করে তামিলনাডুর রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন বিজেপি সরকারের হয়েই কাজ করছেন।