জেলা

পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুভেন্দুকে দেখে ঝাড়গ্রামে নয়াগ্রামে ‘চোর’ স্লোগান

বিজেপি নেতার পদযাত্রা চলাকালীন উত্তেজনা ছড়ায় নয়াগ্রামে। তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় ছাদে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন সমর্থকরা। জানা গেছে, বৃহস্পতিবার ঝাড়গ্রামে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নয়াগ্রামে তাঁকে দেখে ‘চোর’ স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা ৷ যা নিয়ে পরে পালটা হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা ৷ এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়।