আর্থিক তছরুপ মামলায় জেলে রয়েছেন তামিলনাড়ুর মন্ত্রী ভি সেনথিল বালাজি। এবার তাঁর ভাই অশোককে কেরালার কোচি থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিকবার সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ার কারনেই রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে সেনথিলের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে ইডি। গত বৃহস্পতিবারই অশোকের স্ত্রী নির্মলার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শনিবার সেনথিলের বিরুদ্ধে তিন হাজার পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে অবশ্য অশোকের নাম নেই বলেই জানা গিয়েছে।