জেলা

তমলুকে সিপিএমের আইন অমান্যে লাঠি, গ্যাস, জলকামান

তমলুকে সিপিএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার ঘটল। পুলিশের সঙ্গে বাম সমর্খকদের ব্যাপক ধস্তাধস্তি হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে বাম সমর্থকরা জেলাশাসকের দফতরের সামনে যেতে চান। পুলিশ জলকামান চালায়। লাঠিচা্র্জ করে। তাতেও পরিস্থিতি বাগে আনা যায়নি। পরে তারা বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। তাতে্ এক সিভিক পুলিশের মাথা ফেটে যায়। সিপিএমের পাল্টা অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালিয়েছে। তাতে অনেক বামকর্মী জখম হন।