সোমবার সাকলেই তাপস রায় সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দিয়ে রওনা দেন বিধানসভার উদ্দেশে। তখনই জানা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদথেকে ইস্তফা দেবেন তিনি। তার কিছুক্ষনেই দেখা গেল, নিজের সিদ্ধান্তে অনড় থেকে সরে দাঁড়ালেন বিধায়ক পদ থেকে। বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ বিধায়ক। আগেই জানা গিয়েছিল, তিনি দলীয় পদ, দল থেকে সরে দাঁড়াবেন। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। তবে লম্বা বৈঠক শেষে দেখা গেল, বরফ গলেনি। বেলা বাড়তেই দেখা গেল শুধু বিধায়ক পদ নয়, দলও ছাড়লেন তাপস রায়।