ভাইরাল

যশোর রোডে বিমান, জাতীয় সড়কের ধারে লাইটপোস্টে ধাক্কা!

ব্যস্ততম যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান। প্লেন দেখতে মানুষের ভিড় জাতীয় সড়কে। এয়ারপোর্ট থেকে প্লেনটি বের করতেই ঘটল দুর্ঘটনা। জাতীয় সড়কের ধারে লাইটপোস্টে ধাক্কা, যদিও বড়সড় কোন ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, বিমানটি নিলামে কিনে নেয় পঞ্জাবের একটি সংস্থা। তারাই সেটি নিয়ে রওনা দিয়েছিল সড়কপথে। জানা গিয়েছে, বিমানটি দিয়ে তৈরি হতে পারে কোনও রেষ্টুরেন্ট, হোটেল বা দর্শনীয় কোন প্লেসে রাখা হতে পারে। বিটি কলেজের নিকট এয়ারপোর্টে সীমানা থেকে প্লেনটি বের করতে গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি লাইটপোস্টে ধাক্কা লাগে, ভেঙে যায় প্লেনের লেজ, তারপরেই ছড়িয়ে পরে প্লেন দুর্ঘটনার খবর।