কলকাতা

রানিনগরে ৬০০ কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে টাটারা ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নিয়োগপত্র প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে তারা । এ দিন এই মঞ্চ থেকে রানিনগরে কোকোকোলার ফ্যাক্টরি উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে । ব্যাস এটুকুই ৷ তবে এর মধ্যেও সুখবর শুনতে পেল রাজ্যের মানুষ । যে টাটারা ন্যানো কারখানা এ রাজ্য থেকে গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়ার পর মনে করা হচ্ছিল, রাজ্যের ভারী শিল্প মানচিত্রে একটা বড় ধাক্কা লেগেছে, তারাই এ বার ইউনিট গড়ছে, এই খবরে নতুন আশা খুঁজে পাচ্ছে রাজ্যের মানুষ । এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শিল্পায়নের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জোর দিচ্ছে কর্মসংস্থানে । এই কর্মসংস্থানকেই পাখির চোখ করে এগোতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে হাতে কলমে শিক্ষা এবং স্কিল ট্রেনিংয়ের উপর । এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা কীভাবে চাকরি পেতে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরা হল । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই এ দিন ১১ হাজার কর্মপ্রার্থীর নিয়োগ পত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । এ দিন এই অনুষ্ঠানের শেষে কর্মপ্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন জেলার নোডাল অফিসারেরা । মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী দিনে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি মিলিয়ে মোট চারটে অনুষ্ঠানে ৩০ হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে ।