সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার নেতাজি থিমের ট্যাবলো বাতিল করে দিয়েছে কেন্দ্র ৷ যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকালই প্রধানমন্ত্রীকে নিজের হতাশার কথা জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার মমতার সুরে সুর মেলালেন বিজেপি নেতা তথা অসম ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ৷ এদিন সকালে টুইটারে প্রধানমন্ত্রীর কাছে নেতাজি এবং আইএনএ’র ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাখার আবেদন জানালেন তিনি৷ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ৷ কিন্তু তাঁর উল্টোপথে হেঁটে তথাগতের এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এদিন তথাগত রায় তাঁর টুইটে লেখেন, ‘‘আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, অনুগ্রহ করে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনুমতি দিন ৷ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানা যাবে ৷ যাঁর বাহিনী আইএনএ ব্রিটিশ সেনার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল এবং তাঁদের প্রস্থানকে ত্বরান্বিত করেছিল ৷’’