কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পরে এবার ইডি তলব করল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে

নিয়োগ দুর্নীতি মামলাতে এবার সিবিআইয়ের পরে এই প্রথমবার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি। বৃহস্পতিবার, অর্থা, ৮ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছে। এর আগে বাপ্পার বাড়িতে তল্লাশি করে সিবিআই। পরে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছ সেই সমস্ত তথ্য জানতে চেয়েছিল সিবিআই! অন্যদিকে, অপর তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করেছে সিবিআই। সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে বাপ্পাদিত্য জানিয়েছিলেন, তাঁর কাছ থেকে যা যা নথি পাওয়া গিয়েছিল, তার অধিকাংশই পার্সোনাল ডকুমেন্ট। ১০ শতাংশেরও কম অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। কিন্তু তাঁর সঙ্গে নিয়োগের কোনও লিঙ্ক তদন্তকারীরা পাননি বলেই দাবি বাপ্পার। তবে, একটি রেকমেন্ডেশন লেটার পাওয়া গিয়েছিল স্বাস্থ্য বিভাগের ক্যাজুয়াল স্টাফ-এর। তাঁর সঙ্গে নিয়োগের কোনও যোগাযোগ নেই। সিবিআই সূত্রে খবর, বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তী দুজনকেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে সিবিআই।