দেশ

দিল্লিতে পা পিছলে এলিভেটর শাফটে পড়ে কিশোরের মৃত্যু

পা পিছলে এলিভেটর শাফটে পড়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির বাওয়ানা এলাকার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের যন্ত্রাংশ তৈরির কারখানায়। জানা গিয়েছে, মৃতের নাম অলোক কুমার(১৫)। তার মা ওই কারখানাতেই শ্রমিকের হিসেবে নিযুক্ত। গতকাল, রবিবার সে মায়ের সঙ্গেই কারখানায় আসে। মা যখন কাজে ব্যস্ত তখন কারখানার এদিক ওদিক ঘোরাঘুরি করছিল সে। লিফটের কাছে আসতেই আচমকা পা পিছলে ফাঁকা এলিভেটর শাফটের ভিতরে পড়ে যায় সে। দোতলা থেকে নীচে পড়তেই লিফটের তারে জড়িয়ে যায় তার শরীর। প্রত্যক্ষদর্শীদের অনুমান ভিতরে পড়ে সে বিদ্যুতপৃষ্টও হয়েছিল। পেঁচানো তার থেকে মুক্তি পাওয়ার আগেই গ্রাউন্ড ফ্লোরে থাকা লিফটে ঢুকে কেউ উপরে ওটার বোতাম টিপে দেয়। গ্রাউন্ড ফ্লোরে লিফটে ওঠা ব্যক্তি ঘুণাক্ষরেও টের পায়নি সেই সময় লিফটের ওপরে পড়ে রয়েছে একজন মানুষ। বোতাম টেপা মাত্রই উপরে উঠতে শুরু করে লিফট। বিদ্যুৎপৃষ্ট ও তার জড়ানো অবস্থাতেই ওই কিশোরকে পিষে দেয় লিফটটি। কতক্ষণ সে ওই অবস্থায় পড়েছিল কারও জানা নেই। লিফটে তারে পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় অলোককে উদ্ধার করে অকুস্থলে উপস্থিত লোকজন। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয় তার।