বিদেশ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ হাজার

গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের রেষ এখনও কাটেনি। ধ্বংসস্তুপ যত সরানো হচ্ছে ততই বাড়ছে মৃত্যুমিছিল। এরই মধ্যে গতকাল, রবিবার ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৭। উৎসস্থল দক্ষিণ তুরস্কের কাহরামানমারায় শহর। যদিও এই কম্পনের ফলে ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি তবে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে তুরস্ক-সিরিয়ায় ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে ইতিমধ্যেই।