জেলা

কাঁকসায় অজয় নদে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার

কাঁকসায় অজয় নদে তলিয়ে যাওয়া দুই নাবালকের মধ্যে একজনের দেহ উদ্ধার হল বুধবার। জয়দেব মেলা দেখতে এসে মঙ্গলবার বিকেলে তারা শিবপুর ঘাটের অদূরে নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে যায়। তারপর থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল রায়(১৫)। অপর জন শুভম মণ্ডল(১৭) এখনও নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ দুর্গাপুরের চাষিপাড়া এলাকার টালিগঞ্জের বাসিন্দা তিন বন্ধু জয়দেব মেলা দেখতে এসেছিল। আচমকা রাহুল ও শুভম ঠিক করে অজয় নদে স্নান করবে। বন্ধু নিষেধ করলেও তারা সে কথায় কান দেয়নি। এরপর গামছা পরে তারা নদের জলে নেমে পড়ে। সাঁতার না জানায় দু’জনেই জলে তলিয়ে যায়। ঘটনার কথা জানতে পেরে কাঁকসা থানার পুলিস ও উদ্ধারকারী দল এসে উপস্থিত হয়। ডুবুরি ও স্পিডবোট নিয়ে খোঁজ শুরু হয়। কিন্তু মঙ্গলবার অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ আর করা যায়নি। বুধবার সকাল থেকেই দু’জন ডুবুরি ও একটি স্পিডবোট নিয়ে উদ্ধার কাজ শুরু হয়। যদিও ঘন কুয়াশার জন্য প্রস্তুতি নিয়েও নদে নামতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। পরে সকাল সাড়ে ১১টা নাগাদ রাহুলের দেহ উদ্ধার হয়। যেখানে ডুব দিয়েছিল তার থেকে কিছুটা দূরেই দেহ পাওয়া যায়।