বিদেশ

নাকা তল্লাশির সময় গাড়ি না থামানোয় ১৭ বছরের কিশোরকে গুলি করে মারল পুলিশ, বিক্ষোভে উত্তাল প্যারিস 

নাকা তল্লাশির জন্য গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিলেন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। কিন্তু সেই নির্দেশ না মানায় ১৭ বছরের এক কিশোরকে গুলি করে মারা হলো। গতকাল মঙ্গলবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে প্যারিসে। আর নৃশংস ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, মঙ্গলবার প্যারিসের কাছাকাছি নঁতেরে একটি গাড়িকে থামানোর নির্দেশ দিয়েছিলেন ট্র্যাফিক পুলিশের দুই আধিকারিক। কিন্তু গাড়ির চালক ১৭ বছরের কিশোর ওই নির্দেশ না মানলে সঙ্গে সঙ্গেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিশোরকে লক্ষ্য করে গুলি চালান এক আধিকারিক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কিছুদূরে গিয়ে ধাক্কা মারে। গুলির শব্দ শুনে হতচকিত হয়ে পড়েন পথচারিরা। গুলি চালানোর ঘটনার খবর পেয়েই জরুরি পরিষেবা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই কিশোর।