বিদেশ

‘চিনের জৈবিক-সন্ত্রাসের ফসল কোভিড ১৯’, বিস্ফোরক দাবি উহানের গবেষকের

বিশ্ব জুড়ে জৈবিক সন্ত্রাস তৈরি করতেই কোভিড ১৯-কে আমদানি করেছে চিন। এবার এমনই বিস্ফোরক দাবি করলে উহানের এক গবেষক। মানুষকে সংক্রমিত করতে বায়োওয়েপন তৈরি করে চিন। যার প্রকৃত রূপ হল কোভিড ১৯-এর সংক্রমণ। উহানের গবেষকের ওই বিস্ফোরক দাবি নিয় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত উহানের একটি বাজার থেকেই প্রথম কোভিড সংক্রমণ ছড়ায় বলে জানা যায়। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোভিডর প্রথম, দ্বিতীয় ঢেউয়ে কার্যত মৃত্যু মিছিল দেখে ইউরোপ, আমেরিকার মত দেশগুলি। ভারতেও কোভিড সংক্রমণ চরম মাত্রায় পৌঁছে যায় এক সময়। ফলে দিল্লিতে একের পর এক মানুষের মৃত্যু হোক কিংবা উত্তরপ্রদেশের গঙ্গা দিয়ে মৃতদেহ বয়ে যাওয়ার ঘটনা, কোভিড সংক্রমণে কাঁপতে শুরু করে প্রায় গোটা দেশ।