কলকাতা

আগামীকাল মমতা-তেজস্বী বৈঠক

আগামীকাল অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করবেন তেজস্বী যাদব ৷ মমতা-তেজস্বীর সাক্ষাৎ হবে কলকাতাতেই ৷ গতকালই তেজস্বী বলেন, ‘‘আজই আমি গুয়াহাটি যাচ্ছি৷ শনিবার আজমলজির সঙ্গে দেখা করব৷ রবিবার মমতাজির সঙ্গে কলকাতায় বৈঠক আছে আমার৷’’ ভোটমুখী দুই পড়শি অসম ও পশ্চিমবঙ্গে তেজস্বীর এই হঠাৎ সফর তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, চলতি বছরেই ভোট হবে কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ৷ এখনও পর্যন্ত যেটুকু ঠিক হয়েছে, সেই অনুযায়ী বাংলার মাটিতে একা খেলারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি ৷ যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা ৷ পাশাপাশি, অসমে আরজেডি লড়বে ১০টি আসনে ৷ এমনকি, কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, তাও একপ্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে ৷