দেশ

হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার তেজেন্দর সিং বাগ্গা

হিংসা ছড়ানো ও বিদ্বেষমূলক ভাষণের অভিযোগে বিজেপি নেতা তেজেন্দর সিং বাগ্গাকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিস। আজ, সকালে তাঁর দিল্লির বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপরেই শুরু হয় একপ্রস্থ নাটক ৷ দিল্লি থেকে তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেফতার করে যখন পঞ্জাবে ফিরছিল সে রাজ্যের পুলিশ, তখন মাঝপথে তাদের আটকায় হরিয়ানা পুলিশ ৷ কুরুক্ষেত্রের পিপলি’তে পঞ্জাব পুলিশের দলটিকে আটকে দেয় হরিয়ানা পুলিশ ৷ পঞ্জাব পুলিশকে হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে খবর আছে বাগ্গাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পঞ্জাব পুলিশের তরফে হরিয়ানা পুলিশকে চিঠি লিখে জানানো হয় বিজেপি নেতাকে অপহরণ করা হয়নি, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে ৷এরই মধ্যে আবার কুরুক্ষেত্রে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল ৷ সেখানে গিয়ে বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ ৷ তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, দিল্লি পুলিশ তেজিন্দর পাল সিং বাগ্গাকে অপহরণের একটি মামলা রুজু করেছে ৷ অন্যদিকে, কুরুক্ষেত্রে তাদের পুলিশকে আটকানোর অভিযোগ তুলে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলা করেছে পঞ্জাব পুলিশ ৷ গত মাসেই বাগ্গার বিরুদ্ধে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কটুক্তি এবং বিদ্বেষ ছড়ানো সহ বিভিন্ন অভিযোগে মামলা রুজু করা হয়।