ক্রাইম

তেলাঙ্গানায় মাঝরাতে অটোর মধ্যে মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৩ অভিযুক্ত চালক

মধ্যরাতে অটো থামিয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা ৷ অভিযোগ অটোর মধ্যেই তাঁকে গণধর্ষণ করেন তিনজন অটোচালক ৷ তেলাঙ্গানার হনুমাকোন্ডায় ঘটেছে এই ঘটনা ৷ শনিবার পুলিশ জানিয়েছে হনুমাকোন্ডা নাঈমনগরের কাছে বসবাসকারী এক বিবাহিত নারী ২৭ এপ্রিল কাজে বের হয়ে রাত ১২টার দিকে বাড়ি ফেরেন । গভীর রাত হয়ে যাওয়ায় কেইউ ক্রস রোডে একটি অটোকে দাঁড় করান তিনি ৷ তাঁকে রংবারে নামিয়ে দেওয়ার জন্য অটোচালককে অনুরোধ করেন ওই মহিলা ৷ তাঁকে অটোতে তুলে নেওয়ার পর রাকেশ নামে ওই অটোচালক তাঁর দুই বন্ধু সনত ও সতীশকে ফোন করে ডেকে নেন বলে অভিযোগ ৷ এরপর দুই বন্ধুকে নিজের অটোতে তুলে নিয়ে রংবারের দিকে না গিয়ে রাকেশ অন্য দিকে তাঁর অটো ঘুরিয়ে নেন বলে অভিযোগ ৷ অটোটি রংবারে না গিয়ে চলে যায় ভীমরামের দিকে ৷ তখনই চিৎকার শুরু করেন ওই মহিলা ৷ কেন তাঁকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে তা জানতে চেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি ৷ তখন রাকেশের বন্ধুরা তাঁকে চিৎকার না করার জন্য হুমকি দেন বলে অভিযোগ ।অভিযোগ ভীমরাম গ্রামের উপকণ্ঠে যাওয়ার পর অটোর সাউন্ড বক্স জোরে করে দেন অভিযুক্তরা ৷ এরপর অটোর মধ্যেই ওই মহিলাকে তাঁরা একের পর এক ধর্ষণ করেন বলে অভিযোগ ৷ নিগৃহীতাকে রেখে চম্পট দেন অভিযুক্তরা । বাড়িতে ফিরে ওই মহিলা তাঁর আত্মীয়স্বজনকে গোটা ঘটনা খুলে বলেন ৷ এরপর শুক্রবার হনুমাকোন্ডা থানায় অভিযোগ দায়ের করে নিগৃহীতার পরিবার । পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ ওই মহিলার ডাক্তারি পরীক্ষা চলছে । হনুমাকোন্ডার ইনস্পেক্টর পরে জানিয়েছেন অভিযুক্তদের আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।