গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীল-তৃণা। কত্তা-গিন্নিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁদের নিমন্ত্রণে সাড়া দেওয়ায় যারপরনাই আপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছিল এই সেলেব-জুটি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল । অবশেষে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। এছাড়াও এদিন তৃণমূল ভবনে এসে দলে যোগ দেন টলিউড প্রযোজক অঙ্কিত দাস। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর উপস্থিতিতে তাঁদের হাতে দলীয় পতাকাও তুলে দেওয়া হয়। তৃণমূলে যোগ দিয়েই অভিনেত্রী তৃণা সাহা বলেন, ”সবার আগে ধন্যবাদ জানাব মাননীয়া মুখ্যমন্ত্রীকে। উনি চেয়েছেন আমরা ওনার পাশে থাকি, ওনার জন্য কাজ করি তাই আমরা আজ এসেছি। নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে হচ্ছে। আমাদের শিল্পীদের জন্য উনি অনেক করেছেন। আর্টিস্ট ফোরাম আজ ওনার জন্যই দাঁড়িয়ে রয়েছে। দিদি ছিলেন, আছেন, থাকবেন। আমরাও ওঁর পাশে আছি।” সেই সঙ্গে অভিনেতা নীল ভট্টাচার্য জানিয়েছেন, “যে মানুষকে দেখে বড় হয়েছি, যাঁর থেকে অনুপ্রেরণা পেয়েছি তাঁর পাশে থাকতে পারা বড়োই সম্মানের। স্বল্প দিনের অভিনয় জীবনে সব সময় দিদিকে পাশে পেয়েছি। আমি কৃতজ্ঞ দিদির কাছে যে উনি আমাদের সুযোগ দিয়েছেন।”