দেশ

দেশের হয়ে পদক জয়ী কুস্তিগীরদের গুলি করার হুমকি প্রাক্তন পুলিশ কর্তার, পালটা চ্যালেঞ্জ পুনিয়ার, বললেন কোথায় আসতে হবে ?

যৌন হেনস্তার অভিযোগ তুলে জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরু্দ্ধে গত দেড়মাসের ওপরে আন্দোলন চালাচ্ছেন দেশকে গর্বিত করা কুস্তিগীররা। গতকাল রবিবার সংসদ অভিযানের মুখে ভিনেশ ফোগত, সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। রাজধানীর রাস্তায় আন্দোলনকারীদের ওপরে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছিল উর্দিধারীরা। টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল অলিম্পিকে পদকজয়ীদের। ওই দ্যশ্য দেখে শিউরে উঋঠেছে গোটা দেশ। তার মধ্যেই আন্দোলনকারী কুস্তিগীরদের গুলি করার হুমকি দিলেন কেরল পুলিশের প্রাক্তন বস এন সি আস্থানা নামে গেরুয়া ঘনিষ্ঠ এক প্রাক্তন পুলিশ কর্তা। আর সোমবার তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বজরং পুনিয়া। টুইট করে বলেছেন, কোথায় আসতে হবে বলুন? বিবার দিল্লির রাস্তায় বজরং পুনিয়া-সাক্ষী মালিকদের ওপরে দিল্লি পুলিশ আর আধা সামরিক বাহিনীর নির্মম নির্যাতন নিয়ে গোটা দেশে যখন সমালোচনার ঝড় উঠেছে তখনই টুইট করে জাতীয় কুস্তিগীরদের উদ্দেশে হুমকি ছোড়েন গেরুয়া ঘনিষ্ঠ এবং দেশে ঘৃণা ছড়ানোর অন্যতম হোতা প্রাক্তন পুলিশ আধিকারিক এন সি আস্থানা। টুইটে তিনি আন্দোলনকারী কুস্তিগীরদের উদ্দেশে লেখেন, ‘জরুরি হলে অবশ্যই গুলি করব। এখন তো সবে জঞ্জালের মতো টেনে হিঁচড়ে ছুড়ে ফেলা হয়েছে। ১২৯ ধারা অনুযায়ী পুলিশের গুলি করার অধিকার রয়েছে। ওই নিয়ম জানতে হলে পড়াশোনা দরকার হয়। ময়নাতদন্তের টেবিলে দেখা হবে।’ ঘৃণা ছড়ানোর জন্য কুখ্যাত প্রাক্তন পুলিশ কর্তার টুইটের পরেই আন্দোলনকারী কুস্তিগীরদের পক্ষে বজরং পুনিয়া পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। এনসি আস্থানার টুইট ট্যাগ করে লিখেছেন, ‘এই আইপিএস অফিসার আমাদের গুলি করার কথা বলেছেন। আমরা তো সামনেই দাঁড়িয়ে। বল, কোথায় আসতে হবে। কথা দিচ্ছি, পিঠে নয়, বুকেই তোর গুলি নেব।’