ফের শীতের আমেজ। দু’দিনের ছোট্ট স্পেলে আবারও ফিরল শীতের আমেজ। আগামী সপ্তাহে ক্রমশ চড়বে পারদ। কার্যত শীতের বিদায়। এবার বসন্তের আবহাওয়া বাংলায়। শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। আগামী দু’দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। শনি ও রবিবার সকালে কুয়াশার সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ৷ উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।


