কলকাতা

কলকাতা বিমানবন্দরে থাকা ১০টি ছোট বিমানকে সরানো হল অন্য রাজ্যে

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান । কলকাতা বিমানবন্দরে থাকা ১০টি ছোট বিমানকে অন্য রাজ্যে সরানো হল । ঝড়ে সাধারণত এটিআর বা বম্বার্ডিয়ারের মতো ছোট বিমানগুলির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে । তাই আগেভাগেই সেগুলিকে উড়িয়ে নিয়ে যাওয়া হল রাঁচি, গুয়াহাটি এবং বারাণসীতে ।