ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ট্যাংরায়। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকাই এলাকার ট্যাংরার ডিসি দে রোডের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় আগুন। পাশের রাবার কারখানাতেও ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানাটির আশেপাশের এলাকা। আগুন লেগেছে দেখে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। মাত্র ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও কিছু পকেট ফায়ার রয়েছে। বর্তমানে অকুস্থল সম্পূর্ণ নিরাপদ করার চেষ্টা চালানো হচ্ছে। দমকল সূত্রে খবর, কারখানা দুটিতে বিপুল পরিমাণে দাহ্য রাসায়নিক মজুদ করে রাখা ছিল। যার ফলে আরও ভয়াবহ রূপ নিতে পারত আগুন। কারখানা দু’টির পিছনেই ছিল ঘিঞ্জি ধুবিয়াতোলা বস্তি। দমকলের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় মানুষজন। যদিও সময় থাকতেই স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।