ফের জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষ। নিকেশ এক জঙ্গি। গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আরিহাল গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ভারতীয় সেনা এবং জম্মু–কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর। শুক্রবার সকালে কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনার চিনার কর্পস জানিয়েছে, এই সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনও হতাহতের খবর নেই। তবে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ বাহিনীর। তাই চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, আরিহাল গ্রামের নিউ কলোনি এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে বাহিনীকে খবর দিয়েছিলেন সেনার গোয়েন্দারা। এরপরই পুলিশ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ–এর এক যৌথ বাহিনী ওই এলাকায় হানা দেয়। গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হয়েছে। সূত্রের খবর, সে কাশ্মীরেরই স্থানীয় বাসিন্দা। এদিকে, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।