বহু বিতর্ক, প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ‘থালাইভি’র টিজার। জয়ললিতার ব্যক্তিগত জীবন থেকে চলচ্চিত্র জগতে পা রাখা, এরপর রাজনীতিক হিসেবে সাধারণ মানুষের সেবা, যাবতীয় কাহিনিই ফুটে উঠবে এই ছবিতে। আজ দক্ষিণের রাজনীতির সেই মহীরুহ জয়ললিতার জন্মদিনেই প্রকাশ্যে এল টিজার। আম্মার ভূমিকায় অভিনয় করা কঙ্গনা রানাউত নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ঝলক। প্রথম টিজার প্রকাশের পাশাপাশি ছবি মুক্তির দিনক্ষণও জানিয়েছেন কঙ্গনা। ২৩ এপ্রিল বড়পর্দায় আসতে চলছে ‘থালাইভি’। ছবির পরিচালনায় এ.এল.বিজয়। চিত্রনাট্য লিখেছেন, কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এম.করুণানিধির ভূমিকায় দেখা যাবে প্রকাশ রাজকে। শোভন বাবুর চরিত্রে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত, যিনি কিনা এর আগে কঙ্গনার সঙ্গে ‘মণিকর্ণিকা- দ্য ক্যুইন অফ ঝাঁসি’তে অভিনয় করেছিলেন। শশীকলার চরিত্রে রয়েছেন পূর্ণা, এমজি রামচন্দ্রনের ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী। “সিনেমায় এসে চলচ্চিত্র জগতের ছবি বদলে দিয়েছেন। রাজনীতিতে পা রেখে তামিলনাড়ুর ভবিষ্যৎ বদলে দিয়েছেন। নিজের কাহিনি নিজেই লিখে ইতিহাসের রচনা করেছেন। কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দিয়ে চিরকালের জন্য উনি তাঁদের কাছে হয়ে গিয়েছিলেন ‘থালাইভি’”, তিনি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা। সিনেপর্দা থেকে রাজনীতির মঞ্চে যাঁর উত্তরণ, সব প্রজন্মের কাছেই অনায়াসে এক অনুপ্রেরণা। সেই ডাকসাইটে তামিল সুন্দরী রাজনীতিকের জীবনকাহিনিই এবার রূপোলি পর্দায় আসছে কঙ্গনা রানাউতের হাত ধরে।