মন্দার বাজারেও বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া সম্পদের তালিকায় দেখা গেল, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ ২.৮৫ কোটি টাকা। গত বছরে ছিল ২.৪৯ কোটি টাকা। যা বেড়ে হয়েছে ২.৮৫ কোটি টাকা। নরেন্দ্র মোদীর গান্ধিনগরের এনএসসি ব্রাঞ্চের এসবিআই অ্যাকাউন্টে রয়েছে ৩,৩৮,১৭৮ টাকা। তাঁর FDR এবং MOD-র ব্যালেন্স ১,৬০,২৮,৯৩৯ টাকা। এর সঙ্গে আরও ৩১,৪৫০ টাকা নগদ ছিল তাঁর কাছে। ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এ রয়েছে ৮,৪৩,১২৪ টাকা এবং জীবনবীমা রয়েছে ১,৫০,৯৫৭ টাকর। এর সঙ্গে যোগ হয়ে অস্থাবর সম্পত্তি যার পরিমাণ ১.৭৫ কোটি টাকা। প্রধান মন্ত্রীর সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে। কিন্তু গত বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩২.৩ কোটি টাকা। কিন্তু চলতি বছরের জুন মাস পর্যন্ত অমিত শাহর সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৮.৬৩ কোটি টাকা।