ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস অফিসারের পর এবার ভুয়ো মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান। গাড়ির সামনে বোর্ডে আবার লেখা চেয়ারম্যান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল (এইচআরসি)। মঙ্গলবার এরকমই এক ভুয়ো এইচআরসি চেয়ারম্যানকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। ধৃতের নাম তারক মণ্ডল। নিউটাউনের আদর্শপল্লীর বাসিন্দা। এদিন সকালে যখন বিশ্ব বাংলা ক্রসিং এলাকায় রুটিন তল্লাশি চলছিল, তখন ধরা পড়ে তারক এবং তার তিন সঙ্গী। বাজেয়াপ্ত করা হয়েছে মানবাধিকার সংগঠনের লোগো লাগানো ওই গাড়িটিও। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত নয়, বা কোনও সরকারি আধিকারিকও নয়। কারণ, এসম্পর্কে তারা কোনও প্রয়োজনীয় কাগজ বা প্রমাণপত্র, কিছুই দেখাতে পারেনি। চক্রে আর কারা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। বিধাননগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, অসত্ উদ্দেশ্য সাধনের জন্যই মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান সেজেছিল তারক। সঙ্গীদের মধ্যে একজন গাড়ির চালক এবং বাকিদের সে দেহরক্ষী হিসেবে ব্যবহার করত। ওই সূত্রটি জানিয়েছে, ক’দিন আগে তাঁরা জানতে পারেন, তারক নামে এক ব্যক্তি নিজেকে মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান বলে পরিচিতি দিয়ে লোকজনকে প্রতারণা করছে। সেবিষয়ে খোঁজও চলছিল। এরপর ওই ক্রসিং এলাকায় নিউটাউন থানার এসআই গোবিন্দ ঘোষ যখন রুটিন পরীক্ষা করছিলেন, তখনই গাড়িটি তাঁর নজরে আসে। এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল সত্য।