অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসরশিপ চুক্তি ছিন্ন করল ভারতীয় বোর্ড। জাতীয়তাবাদী আবেগকে সম্মান দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত কয়েকদিনের আলোচনার পর ভিভোকে আইপিএলের আসন্ন মরশুম থেকে দূরে সরিয়ে রাখার বিষয়টা নিশ্চিত করে গভর্নিং কাউন্সিল। সেই সঙ্গে নতুন স্পনসর খোঁজাও শুরু করে দেয় বিসিসিআই। অবশেষে আজ বৃহস্পতিবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তটায় সিলমোহর দেওয়ার খবর জানিয়ে দেওয়া হয়। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতীয় বোর্ড ও চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা চলতি মরশুমে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ, ভিভোর সঙ্গে চুক্তি চিরতরে বিচ্ছিন্ন করেনি বিসিসিআই।