কলকাতা

বিধানসভায় নিয়ে আসা হল সাধন পান্ডের মরদেহ, শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাতের বিমানে কলকাতা নিয়ে আসা হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেরং নিথর দেহ। মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয় রাত ১১.৪৫ মিনিটে। তপসিয়ার পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হয় মন্ত্রীর দেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর তাঁর দেহ  নিয়ে যাওয়া হবে গোয়াবাগানের বাসভবনে। দুপুর ১২ টায় দেহ বিধানসভা ভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর শেষকৃত্যের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট শ্মশানে নিয়ে যাওয়া হবে। বিধানসভায় নিয়ে আসা হল মন্ত্রী সাধন পান্ডের মরদেহ। আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন প্রয়াত মন্ত্রীর মেয়ে শ্রেয়া পান্ডে। এছাড়াও আজ তাঁকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানান, সুজিত বসু, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়করা। প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। আজই নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সাধন পান্ডের।