লাগামছাড়া ভাবে বাড়ছে তেলের দাম। উপরন্তু লকডাউনের পর থেকে যাত্রী কম থাকায় বেড়ে চলেছে লোকসানের বোঝা। বারবার সরকারের কাছে ভাড়া বৃদ্ধির আবেদন করলেও মেলেনি সুরাহা। বাধ্য হয়ে এবার আন্দোলনের পথে নামতে চলেছেন বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তাঁরা।সংগঠনের তরফে এক সদস্য জানান, লকডাউনের আগে থেকে আজ পর্যন্ত ডিজেলের দাম বেড়েই চলেছে। এদিকে এখনও যাত্রী সংখ্যা কম। এরফলে লাভ তো দূর, বাস চালানোর খরচটুকুও ঠিক ভাবে উঠছে না। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বেসরকারি বাস মালিকদের। এভাবে বাস চালাতে তাঁরা অক্ষম। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাস ও মিনি বাস রুট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারকে বারবার আবেদনের পরেও মেলেনি সুরাহা । তাই এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন তাঁরা। বাকি সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।