বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ গতকাল শুক্রবারই উদ্ধার করে পুলিস। নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্যও। আজ, শনিবার বিকালে সেই রিপোর্ট এল পুলিসের হাতে। রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, হার্ট, কিডনি সহ মাল্টি অর্গান ফেলিওর হয় অভিনেত্রীর। পাশাপাশি হয়েছিল সিরোসিস অফ লিভারও। আর এই দুয়ের জেরেই মৃত্যু হয়েছে আরিয়ার। মাটিতে পড়ে যাওয়ার কারণে মাথা ফেটে যায় তাঁর। ঠোঁট ও নাকেও আঘাত পান তিনি। মদ্যপ থাকায় বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন বলেই অনুমান পুলিস। কারণ, তাঁর শরীর থেকে প্রায় ২ লিটার মদও পাওয়া গিয়েছে। পাশাপাশি, এই রিপোর্ট পাওয়ার আগেই আরিয়ার রহস্যমৃত্যুতে বেশকিছু নতুন তথ্য উঠে এসেছে। যোধপুর পার্কের ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু নথি ও রক্তমাখা টিস্যু পেপার। চিকিৎসার ওই কাগজপত্র থেকে পুলিস জানতে পেরেছে, একবছর আগে হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিলেন ‘ডার্টি পিকচার’-এর এই অভিনেত্রী। ভুগছিলেন কিডনির সমস্যাতেও। কিন্তু বছরখানেক ধরে চিকিৎসা করাচ্ছিলেন না তিনি। এমনকী মাঝেমধ্যেই নাক-মুখ থেকে রক্ত পড়ত অভিনেত্রীর। পাশাপাশি, পুলিসের দাবি, ঘটনার দিন বাইরে থেকে খাবার আনালেও, তা খাননি আরিয়া। এছাড়া, ওই বাড়ির একতলা ও দোতলার দরজা বন্ধ থাকলেও খোলা ছিল ছাদের দরজা।