দেশ

ফেব্রুয়ারি-মার্চেই হবে সিবিএসই বোর্ডের পরীক্ষা, জানিয়ে দিল বোর্ড

আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চেই হবে। অভিভাবক সংগঠনের আর্জি উড়িয়ে দিয়ে মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিল সিবিএসই বোর্ড। তবে ছাত্রছাত্রীদের কিছুটা স্বস্তি দিতে সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক এস ভরদ্বাজ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেছেন, সম্ভবত, আগামী বারের প্রতিটি পরীক্ষার দিনের মধ্যে বেশ কিছুটা ফারাক থাকবে। যাতে ছাত্রছাত্রীরা ভালো করে প্রস্তুতি নিতে পারে। ২০১৯-ও এবিষয়টি মাথায় রেখেছিল বোর্ড এবং যে পরীক্ষাগুলি কাছাকাছি ছিল, সেগুলির মধ্যে একটি করে পরীক্ষা অপেক্ষাকৃত সহজ বিষয়ের ছিল। প্র‌্যাক্টিক্যাল পরীক্ষার জন্য এবছর স্কুলগুলিকে দেড় মাসের বদলে দুমাস সময় দেওয়া হবে যাতে কোভিড মহামারীর নিয়মবলী মেনে তারা পরীক্ষা আয়োজন করতে পারে। তবে বোর্ডের পরীক্ষার দিন এখনই জানানো সম্ভব নয় বলে জানান ভরদ্বাজ।