গোর্খাল্যান্ড ইস্যুতে আলোচনার জন্য ত্রিপাক্ষিক বৈঠক ডাকল কেন্দ্র। ৭ অক্টোবর বুধবার সকাল ১১টায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকের পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, জিটিএ-র প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসক ও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে। যদিও রাজ্যের পক্ষ থেকে বৈঠকে কেউ থাকবেন না বলে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের বক্তব্য, রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে প্রশাসনকে না জানিয়ে এক তরফা বৈঠক ডাকা যায় না। ফলে এই বৈঠক অসাংবিধানিক। উল্লেখ্য গত ৭ আগস্ট জিটিএ নিয়ে একটি ত্রিপাক্ষিক পর্যালোচনা বৈঠক ডেকেছিল কেন্দ্র। ২৭ জুলাইয়ের প্রকাশিত ওই বিজ্ঞপ্তি ঘিরে পাহাড়ে শোরগোল পড়ে। বিজেপির দুই জোটসঙ্গী বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ জানিয়ে দেয় তারা বৈঠকে থাকবে না। পরে বিনয় তামাংও বৈঠকে গরহাজিরার কথা জানান। পরে অবশ্য বৈঠকটিই বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রতীকী ছবি।