লাদাখে উত্তেজনার মাঝেই ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, শাইন, হ্যালো, বিউটি প্লাস, ভিগো ভিডিও, ভাইরাস ক্লিনার সহ ৫৯টি অ্যাপ ডাউনলোড নিষিদ্ধ করল কেন্দ্র। আজ কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এমনই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে দেশের নাগরিকদের মোবাইল ব্যবহারকারীর সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী এই অ্যাপগুলিকে ভারতের জন্য বিপজ্জনক বলেও আখ্যা দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।