কলকাতা

কৃষি ক্ষেত্রকে দেশি-বিদেশী কর্পোরেটের হাতে তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার: সূর্যকান্ত মিশ্র

নয়া বিতর্কিত কৃষি বিল নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। কৃষি ক্ষেত্রকে দেশি-বিদেশী কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেই কেন্দ্রীয় সরকার নয়া এই বিল এনেছে বলে অভিযোগ রাজ্য সিপিএমের এই শীর্ষ নেতার। কেন্দ্রের শাসকদল বিজেপি শরিকদের উপর আস্থা হারিয়ে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে বলেও মনে করেন সূর্যকান্ত মিশ্র। কৃষি ক্ষেত্রকে দেশি-বিদেশী কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেই কেন্দ্রীয় সরকার নয়া এই বিল এনেছে বলে অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। টুইটে তিনি লিখেছেন, ”কৃষি ক্ষেত্রকে দেশী বিদেশী কর্পোরেটের হাতে তুলে দিয়ে খাদ্য উত্‍পাদনে ভারতের স্বনির্ভরতা বিপন্ন করছে সরকার।”রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়েছে কৃষি বিল। এবিষয়ে কেন্দ্রের শাসকদল বিজেপিকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। কেন্দ্রের শাসকদলকে বিঁধে সূর্যকান্তের প্রশ্ন, ”রাজ্যসভায় ভোটাভুটি করতে ভয় পাচ্ছে সরকার? শরিকদের ওপর আস্থা নেই বিজেপির। এটা শক্তি নয় দুর্বলতার লক্ষণ। আত্মবিশ্বাস নেই,আত্মনির্ভর হবে কি করে? দুর্বল বলেই আত্মসমর্পণ করেছে।” যদিও নয়া কৃষি বিল নিয়ে যথেষ্ট আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।