মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে মারধরের ঘটনা। উত্তপ্ত বহরমপুরের সিএমওএইচ অফিস। মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য। তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ ও জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাসের উপস্থিতিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রকাশ্যেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালকে মারধর করা হয়। জানা গিয়েছে, গলব্লাডারের স্টোন অপারেশন করতে গিয়ে বিপাকে পরে রোগিনী ও তাঁর পরিবার। বহরমপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে অতিরিক্ত বিল করার অভিযোগ তুলে গত, মঙ্গলবার থানার দ্বারস্থ হয়েছিল রোগীর পরিজন। জানা গিয়েছে, প্রথমবার অপারেশনের পর ইনফেকশন হয়ে যায় রোগিনীর। ফলে দ্বিতীয়বার অপারেশন করেন চিকিৎসক। প্রথমে অপারেশনের ৩০ হাজার টাকা শোধ দেওয়ার পর দ্বিতীয় অপারেশনের জন্য নার্সিংহোম কর্তৃপক্ষ ২ লক্ষ ২৩ হাজার টাকা বিল দাবি করে। এই অভিযোগ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়। তারপর কোনও ব্যবস্থা না হওয়ায় আজ, বৃহস্পতিবার তৃণমূলের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি রোগীকে নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এসে। সঙ্গে কয়েকশ লোক এসে অফিস ঘেরাও করে।