কলকাতা

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে শ্রদার্ঘ্য মুখ্যমন্ত্রীর, বীরসিংহে গ্রামে হচ্ছে উন্নয়ন পর্ষদ

আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বিদ্যাসাগর ছিলেন সত্যিকারের বাংলার গর্ব যার অনুপ্রেরণা আজও আমাদের উদ্বুদ্ধ করে। তাঁর নীতি এখনও আমাদের নিত্যদিনের দিনের পাথেয়।’এদিনই আবার বিদ্যাসাগর অ্যাকাডেমির যাত্রা শুরু হচ্ছে। রাজ্য সরকারের তরফে এই অ্যাকাডেমি বিদ্যাসাগরের সৃষ্টিসমূহকে যথাযথ ভাবে সংরক্ষন ও বর্তমান পাঠ্যসূচীতে তাঁর অন্তর্ভুক্তিকরণের বিষয়টি দেখবে। থাকবে সেখানে বিদ্যাসাগরকে নিয়ে গবেষণার সুযোগও। পাশাপাশি রাজ্য সরকার বিদ্যাসাগরের জন্মস্থল বীরসিংহে একটি উন্নয়ন পর্ষদ ও গঠন করতে চলেছে। গত বছর লোকসভা নির্বাচনের সময়ে কলকাতায় প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার অভিঘাত ছড়িয়েছিল গোটা বাংলাতেই। ভোট মিটে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্য সরকার ও মূর্তি ফের তৈরি করে দেবে এবং বিদ্যাসাগরের নামে একটি অ্যাকাদেমিও তৈরি করবে। সেই মতন গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বিদ্যাসাগরের নামে অ্যাকাডেমি গড়তে বিশিষ্ট জনদের নিয়ে একটি কমিটি তৈরি করার কথা বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার যে বাড়িতে বিদ্যাসাগর থাকতেন সেখানেই এই অ্যাকাদেমি তৈরির কাজই শুরু করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে সেই কাজ এদিন শুরু করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের একটি পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি তৈরির বরাতও দেওয়া হয়েছে।বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানটি করার কথা ছিল বিদ্যাসাগরের জন্মভিটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে। সেখানে এদিন মুখ্যমন্ত্রীর যাওয়ারও কথা ছিল। কিন্তু করোনার জন্য সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বীরসিংহ বঞ্চিত হচ্ছে না। রাজ্য সরকার জেলা শাসককের সামনে রেখে বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে। এই পর্ষদ ওই এলাকায় রাস্তাঘাট, নিকাশি, পানীয়জল, নগরোন্নয়ন প্রভৃতি বিষয়গুলি দেখবে। 

নবান্ন