দেশ

মোদি ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর হাতে ‘লিজ’ হিসাবে যাচ্ছে দেশের ৩ টি বিমানবন্দর!

৩টি বিমানবন্দরের নিলামের জেরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ১০৭০ কোটি টাকা

আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদির ঘনিষ্ঠতা নিয়ে বহু জায়গাতেই বহু তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, এবার সেই আদানি গোষ্ঠীর হাতে ‘লিজ’ হিসাবে যাচ্ছে ভারতের তিনটি তাবড় বিমানবন্দর। কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে, দেশের তিনটি বিমানবন্দর এবার প্রাইভেটাইজেশনের আওতায় যাচ্ছে। তিরুবন্তপুরম, জয়পুর ও গুয়াহাটি বিমানবন্দর এবার আদানি গোষ্ঠীর হাতে যেতে লিজের ভিত্তিতে চলেছে। গত বছরের নিলামের গতিবিধি অনুযায়ী এই ৩ টি বিমানবন্দর দেশের তাবড় ব্যবসায়িক গোষ্ঠীর হাতে যেতে চলেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, এবার থেকে বিমানবন্দরগুলিতে আরও ভালো পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। এদিকে, এই ৩ টি বিমানবন্দরের নিলামের জেরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ১০৭০ কোটি টাকা পেতে চলেছে। জাভড়েকর জানান, এই অর্থে দেশের বিমানবন্দরগুলির উন্নয়ন করা হবে।