প্রয়াত হলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর শ্রমিক নেতার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বাবার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন টলি অভিনেত্রী উষসী চক্রবর্তী। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘ওঁর বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল। সেই সঙ্গে করোনা আক্রান্ত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। যেহেতু কোভিড পজিটিভ ছিলেন, তাই প্রোটোকল মেনেই শেষকৃত্য করা হবে’। শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা লিখেছেন, ‘রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী সিপিআই (এম) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। শ্যামলবাবু সিটু-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন। এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল। আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’। শ্যামল চক্রবর্তীর প্রয়াণে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, ‘যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন, সেই কারণে ওঁর শেষযাত্রার কর্মসূচি পরে জানানো হবে। আমাদের সমস্ত পার্টি অফিসে পার্টি পতাকা অর্ধনমিত থাকবে’। সিটুর রাজ্যসভাপতি ছিলেন শ্যামলবাবু। রাজ্য়সভার সাংসদও ছিলেন শ্য়ামল চক্রবর্তী। বাম জমানায় রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া।