দেশ

মৃত পরিযায়ী শ্রমিকরা পাস চেয়েছিলেন, দেয়নি মধ্যপ্রদেশের সরকার!‌

নিঃস্ব অসহায় শ্রমিকরা বাড়ি ফেরার জন্য মধ্যপ্রদেশে সদ্যগঠিত বিজেপি সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি, তাই রেললাইন ধরে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না শেষ পর্যন্ত। রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল একদল পরিযায়ী শ্রমিকের। এঁদের মধ্যেই যে শ্রমিক বেঁচে গিয়েছেন, তিনি জানিয়েছেন, পারিবারিক অনেকগুলি কাজ ছিল, তাই আর অপেক্ষা করার উপায় ছিল না। তাই পায়ে হেঁটে প্রথম ধাপে ৪৫ কিমি পেরিয়ে তাঁরা জালনা থেকে ঔরঙ্গাবাদে এসেছিলেন। আশা ছিল সেখান থেকে ঠিক কোনও একটা ট্রেন ধরতে পারবেন। আতঙ্কিত এক শ্রমিক জানিয়েছেন, এক সপ্তাহ আগে মধ্যপ্রদেশ সরকারের কাছে ই-পাসের আবেদন করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও জবাব আমাদের দেওয়া হয়নি। আমি বেঁচে গিয়েছি, কারণ মূল দলের থেকে একটু আগে আমি হাঁটছিলাম। ওরা ভোর বেলা অনেকটা হাঁটার পর সামান্য বিশ্রামের জন্য বসেছিল রেললাইনে। তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। ট্রেন আসছে দেখে আমি আর আমার দুই সঙ্গী বারবার চিৎকার ওদের ডেকেছিলাম, কিন্তু ওরা শুনতে পায়নি।’