বিদেশ

বেইরুট জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, আহত ৪ হাজার, লেবাননে ৩ দিনের জাতীয় শোক

বেইরুট জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৮। বিস্ফোরণে তীব্রতা এর প্রবল ছিল তাসের ঘরের মতো গুঁড়িয়ে পড়ছে বহু বাড়ির বারান্দা, বহুতলের ছাদ।‌ বাসিন্দারা ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। ছুটে বেরিয়ে পড়েন রাস্তায়। পর পর দুটো। তাতেই কেঁপে উঠল বেইরুট। মঙ্গলবার বিকেলে বেইরুটে বিস্ফোরণটি ঘটে। তীব্রতা এতটাই ছিল, যে আশপাশের ঘরবাড়িতে ফাটল ধরে যায়। ঘটনায় মারা গেছেন ৭৮ জন। আহত চার হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। নেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, বেইরুট বন্দরের একটি গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট জমা ছিল। তার জেরেই দুর্ঘটনা। দিয়াবের কথায়, ‘‌এটা কিছুতেই মানা যায় না, যে ছ’‌ বছর ধরে একটি গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট জমা রয়েছে। কোনও সতর্কতা মূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। এই বিষয়ে আমরা চুপ থাকব না।’প্রেসিডেন্ট মিশেল আউন বুধবার মন্ত্রিসভার আপৎকালীন বৈঠক ডেকেছেন। তাঁর দাবি, দেশে অন্তত দু’‌ সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা দরকার। বুধবার থেকে দেশে তিন দিনের জাতীয় শোক পালন করা হবে। প্রেসিডেন্ট পরিস্থিতি মোকাবিলার জন্য ৬‌ কোটি ৬০ লক্ষ ডলার খরচের কথা ঘোষণা করেছেন। উদ্ধারকর্মীরা ঝাঁপিয়ে কাজে নেমে পড়েছে। সেই সঙ্গে চলছে তদন্তও। প্রশাসন জানিয়েছে, দোষীদের শাস্তি হবে।