কলকাতা

কলকাতার বেলেঘাটা আইডি দেখে ‘মুগ্ধ’, ভূয়সী প্রশংসা কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলের

বেলেঘাটা আইডি হাসপাতালে যেভাবে কোভিড ম্যানেজমেন্ট হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখে রীতিমতো প্রশংসা করল কেন্দ্রীয় টিম। গতকাল বেলেঘাটা আইডি হাসপাতাল পরিদর্শন করে তার ব্যবস্থাপনা ও পরিকাঠমো নিয়ে রাজ্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় দলের সদস্যরাই। বেলেঘাটা আইডি-কে ‘বিরলতম হাসপাতালগুলির একটি’ বলে আখ্যা দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতাল দু’বার ঘুরে দেখেছেন কেন্দ্রীয় দলের সদস্যরা। প্রথম দফায় সেখানে যায় অপূর্ব চন্দ্রের নেতৃত্বাধীন কেন্দ্রীয় দল। তবে তাঁরা হাসপাতালের ভিতরে যাননি। দ্বিতীয় দফায় রাজ্যের ‘করোনা পারফরম্যান্স’ খতিয়ে দেখার ভার দেওয়া হয় কেন্দ্রীয় দলেরই অন্য দুই সদস্য চিকিত্‍সক অপরিজিতা দাশগুপ্ত ও লীনা বন্দ্যোপাধ্যায়কে। ওই দিন হাসপাতাল পরিদর্শন করেন ওই দুই চিকিত্‍সক। করোনা-আবহের মধ্যে রাজ্যে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য দ্বন্দ্বের সূত্রপাত। এ দিন অবশ্য একেবারে উল্টো ছবিই ধরা পড়েছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিয়ে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় দলের সদস্যরা। কেন্দ্রীয় টিমের তরফে ডক্টর অপরাজিতা দাশগুপ্ত এবং ডক্টর লীনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ভিজিটরস বুকে এই প্রশংসার কথা লিখেও এসেছেন। তাঁরা লেখেন, এই হাসপাকালে যেভাবে রোগীদের দেখার ব্যবস্থা করা হচ্ছে, যা পরিকাঠামো রয়েছে, তা এক কথায় দুর্দান্ত। এই হাসপাতালের যে চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা কোভিড রোগীদের দেখাশোনার কাজে রয়েছেন, তাঁদের থাকা, খাওয়া, গাড়ির ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ, যা কয়েকটি মাত্র বিরল সংখ্যক হাসপাতাল ছাড়া কেউ করেনি। তাঁরা এ-ও উল্লেখ করেন, ‘হাসপাতালে যে কেসগুলি আসছে সেগুলির তথ্য পরিষ্কার করে লিখছেন কর্তৃপক্ষ। কর্মীদের দক্ষতা, আন্তরিকতা, হাসপাতালের পরিচ্ছন্নতা আমাদের মুগ্ধ করেছে। এভাবেই এগিয়ে চলুক এই হাসপাতাল।’ দেখুন, তাঁদের লেখা বার্তা।