দেশ

করোনা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা প্র্রত্যাহারের দাবি দিল্লি সরকারের

নয়াদিল্লি: দিল্লিতে একদিকে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই মডেলের সংঘাত বেঁধেছে দিল্লিতে। অমিত শাহ মডেল বনাম অরবিন্দ কেজরিওয়াল মডেল। কেন্দ্রের নয়া নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছে কেজরিওয়াল সরকার। এ ব্যাপারে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সেই চিঠিতে গৃহমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি কেজরিওয়াল সরকার দাবি জানিয়েছে কেন্দ্রের নির্দেশিকা প্রত্যাহার করা হোক। অমিত শাহ মডেল কী? রাজধানীতে সংক্রমণ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দাওয়াই দিয়েছেন তা হল, কারও যদি পজিটিভ ধরা পড়ে তাঁকে পাঁচ দিনের জন্য সরকারি কোয়ারেন্টাইনে যেতেই হবে। বাড়িতে থাকা চলবে না। পাল্টা কেজরিওয়াল বলেন, এতে সমস্যা আরও বাড়বে। যাঁদের মৃদু সংক্রমণ তাঁদের যদি বাড়িতে আলাদা থাকার বন্দোবস্ত থাকে তাহলে তাই করা হবে। হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই।