কলকাতা

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা গুলির সম্ভাব্য দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

কলকাতাঃ উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির সম্ভাব্য দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, সম্ভাব্য দিনগুলি হল ২৯ জুন, ২ এবং ৬ জুলাই। কবে কোন পরীক্ষা হবে, তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে ঠিক করবে। তবে করোনা নিয়ে পরিস্থিতির অবনতি হলে, এই দিনক্ষণ পরিবর্তন করা হতে পারে। তা ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা যেন আপাতত এই দিনগুলিকে মাথায় রেখেই প্রস্তুতি নিতে শুরু করে। সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় আড়াই হাজার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। ক্লাসরুমে একটি বেঞ্চ অন্তর করে ছাত্রছাত্রীরা বসবে এবং প্রতি বেঞ্চে থাকবে একজন করে পড়ুয়া। পরীক্ষাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মাস্ক পরে আসতে হবে এবং সঙ্গে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক।