জেলা

আগামীকাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো চলাচল শুরু

বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল। অর্থাত্‍ বুধবার থেকে কলকাতা মেট্রোর রুট হবে গড়িয়া-দক্ষিণেশ্বর। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে চলবে মেট্রো। তাতে যাত্রী থাকবে না। নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলছিলই। ২০১৩ সালে তত্‍কালীন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন। নোয়াপাড়া থেকে বুধবার সকাল সাড়ে দশটায় অত্যাধুনিক এমআর-৪১২ রেক রওনা দেবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা শুরুর আগে কম করে চার মাস পরীক্ষামূলক রেক চলেছিল। এক্ষেত্রেও তেমনই হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, সামনের এপ্রিলে পয়লা বৈশাখের দিন যাতে যাত্রী পরিষেবা শুরু করা যায়, তার পরিকল্পনা রয়েছে।