দেশ

কৃষি আইন পর্যালোচনায় সুপ্রিম কোর্টের কমিটির প্রত্যেক সদস্যই সরকারপন্থী! আলোচনায় রাজি নন কৃষকরা

‘কানুন ওয়াপসি নেহি তো ঘর ওয়াপসি নেহি!’ অর্থাত্‍ যতদিন না আইন প্রত্যাহার হচ্ছে, ততদিন বাড়ি ফেরার প্রশ্ন নেই।  নয়া কৃষি আইনের ওপর স্থগিতাদেশ জারি করে আলোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই কমিটির সঙ্গেও কোনও রকম আলোচনায় বসতে রাজি নন কৃষকরা। কৃষক সংগঠনের নেতাদের অভিযোগ, শীর্ষ আদালতের গঠন করা কমিটির সদস্যেরা সবাই সরকারের লোক এবং তাঁরাই বিচার ব্যবস্থার নীতি-নির্ধারণ করে আসছেন। কেন্দ্রের নয়া কৃষি আইন কার্যকর হওয়ার উপর সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিলেও তাতে খুশি নন, দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকরা। তাদের সাফ কথা, যতদিন না আইন প্রত্যাহার হচ্ছে, ততদিন তাঁরা নিজেদের আন্দোলন থেকে এক পাও পিছিয়ে আসবেন না। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট যে এই বিলের ভালমন্দ বিচার করার জন্য কমিটি গড়ে দিয়েছে, সেই কমিটির সঙ্গেও কোনওরকম সহযোগিতা করতে নারাজ তারা। কৃষকরা বলছেন, ‘আইন জারি আপাতত স্থগিত আছে এটা ভাল বিষয়, কিন্তু আমরা আইন প্রত্যাহার ছাড়া কোনও কথা শুনব না।’ আপাতত, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৬ জানুয়ারির ট্রাক্টর মিছিলই লক্ষ্য কৃষকদের। সাধারণতন্ত্র দিবসের প্যারেড এই প্রতিবাদে বিপর্যস্ত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্র। তবে প্রতিবাদ শান্তিপূর্ণ হবে বলেই জানানো হয়েছে।