মামলা রুজু করাই নয়, প্রাথমিক তদন্তের পর দ্রুত চার্জশিট পেশ করল সিবিআই। বীরভূমের ভোট পরবর্তী হিংসার মামলায় এই প্রথম রামপুরহাট এসিজেএম আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত দু’জন এদিন জামিনের আবেদন করলে তা অবশ্য খারিজ করে দেন বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিটিআই সূত্রে খবর, ভোটের ফলাফল প্রকাশের পর গত ১৪ মে বীরভূমের নলহাটির মথুরাপুরে এক বিজেপি কর্মী রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরে চিহ্নিত করা হয় তাঁকে। মৃতের নাম মনোজ জয়সওয়াল। ঘটনায় অভিযোগ ওঠে, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। ওইদিনই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় দুই অভিযুক্ত এখন জেল হেফাজতে। রামপুরহাট এসিজেএম আদালতে তারা জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সিবিআই-র আইনজীবীর আপত্তিতে সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এদিন ৩৮০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট রামপুরহাট মহকুমা আদালতে জমা দেয় সিবিআই। পাশাপাশি দুই অভিযুক্তকে জেল হেফাজতে রেখে ট্রায়াল চালানোর আবেদন জানান সিবিআইয়ের আইনজীবি। বৃহস্পতিবার দাখিল করা চার্জশিটে সিবিআই আবেদন করে, ধৃতরা যেন কোনওভাবেই জামিন না পায়।