দেশ

কমিটি গঠনে সায় নেই, আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা

এবার কৃষি আইন নিয়ে কেন্দ্রের কমিটি গঠনের প্রস্তাবও ফিরিয়ে দিল তারা ।আজ কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন তিন কেন্দ্রীয় মন্ত্রী । সূত্রের খবর, আজকের বৈঠকে কৃষি আইন প্রত্য়াহারের দাবি কেন্দ্রের তরফে খারিজ করে দেওয়া হয় ৷ তার বদলে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় আলোচনায় উপস্থিত তিন কেন্দ্রীয় মন্ত্রীর তরফে। তবে সেই প্রস্তাব খারিজ করে দেন কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা ৷ উলটে তাঁরা জানিয়ে দেন, তাঁদের দাবি মানা না হলে বিক্ষোভ দেখিয়ে যাবেন। ৩ তারিখ আরও একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে । এই পরিস্থিতিতে কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেই মতো দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷