গদি হারিয়েও কুর্সি দখলের লড়াইয়ে পিছিয়ে নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান উপনির্বাচনে তা আবারও প্রমাণ করলেন তিনি। দেশের ক্ষমতাসীন জোটকে পেছনে ফেলে উপনির্বাচনে বড় জয়ের মুখ দেখল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কয়েকটি কেন্দ্র বাদে বেশিরভাগেই বিপুল ভোটে জয়লাভ করল পিটিআই। পিটিআই-এর এই জয় কি সার্বিকভাবে ইমরান খানের ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। গত রবিবার পাকিস্তানের উপনির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ের মুখ দেখল প্রাক্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে সাতটি কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করেছিল পিটিআই। যার মধ্যে ছ’টি আসনেই জয়লাভ করে ইমরান খানের দল। পঞ্জাব অ্যাসেম্বলির তিন আসনের মধ্যে দু’টি আসনেই জয়ী হয়েছে পিটিআই। তবে করাচি ও মুলতানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয় ছিনিয়ে আনতে পারল না ইমরানের দল পিটিআই। এই দুই কেন্দ্রে জয়লাভ করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। একমাত্র শেখুপুরা উপনির্বাচনে জয়লাভ করেছে শাহবাজ় শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ়) বা পিএমএলএন।