নয়াদিল্লিঃ ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দিল্লিতে নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ হাইডার সাহু কে জানানো হয় যে আগামী ৭ দিনের মধ্যে তার দফতরের কর্মী সংখ্যা আগামী ৭ দিনের মধ্যে কমাতে হবে । বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়, পাক দূতাবাসের কর্মীদের অনেকেই এদেশে চরবৃত্তি করছে। ভিয়েনা চুক্তি মানছে না পাকিস্তান। আর তাই দিল্লিতে পাক হাইকমিশনের দপ্তরে কর্মী সংখ্যা অর্ধেক কমাতে হবে। পাকিস্তানকে এমনই বার্তা দিল ভারত। এক সপ্তাহের মধ্যেই কর্মী সংখ্যা অর্ধেক করে ফেলতে হবে বলে পাক কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যাও অর্ধেক করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিদেশমন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, ‘পাকিস্তান এবং তাদের আধিকারিকদের আচরণ ভিয়েনা কনভেনশন এবং কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের সঙ্গে কী ব্যবহার করা হবে তা নিয়ে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী। বরং তা সীমান্তের ওপার থেকে সন্ত্রাস এবং হিংসায় মদত দেওয়ার নীতিকেই প্রতিষ্ঠিত করে।’ সেই কারণেই ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মী সংখ্যা পঞ্চাশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই অনুপাতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যাও সাত দিনের মধ্যে কমিয়ে ফেলা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।